ইউক্রেনে যুদ্ধরত কয়েকজন রুশ সেনার ফোন রেকর্ড ফাঁস হয়েছে। ইউক্রেনীয় বাহিনী এই রেকর্ড ফাঁস করেছে। এটা নিয়ে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান একটি খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, গত ৮ নভেম্বর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অবজ্ঞা করে রাশিয়ার একজন সেনা ( নাম আন্দ্রেই বলে উল্লেখ করা হয়েছে) তার মাকে অননুমোদিত একটি মোবাইল ফোন দিয়ে কল দেন। ৫ মিনিট ২৬ সেকেন্ডের আলাপে মায়ের কাছে এই রুশ সেনা অভিযোগ করেন, ‘তাদের খাবার দেয়া হয় না, যা দেওয়া হয় তা খাবার অযোগ্য, নালা থেকে পানি সংগ্রহ করেন এবং সেটা শোধন করে পান করেন।’
ওই খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দোনেতস্ক অঞ্চলে রুশ সেনারা ব্যাকফুটে (শত্রুদের দ্বারা অসুবিধায়) রয়েছে। মে মাসে রাশিয়া অঞ্চলটির লেইম্যান শহর দখল করে। অক্টোবরে ইউক্রেন সেনারা এটা মুক্ত করে।
ফাঁস হওয়া অডিওতে রুশ সেনাকে মায়ের কাছে অভিযোগের সুরে বলতে শোনা যায়, ‘পুতিন যে ক্ষেপণাস্ত্র নিয়ে গর্ব করেন সেগুলো কোথায়? আমাদের সামনে অনেক উঁচু ভবন, সেনারা সেখানে আঘত করতে সক্ষম নয়। আঘাত করতে ক্যালিবার ক্রুজ মিসাইল প্রয়োজন।’
গার্ডিয়ানের পক্ষ থেকে ওই রুশ সেনার মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি (রুশ সেনার মা) জানান, তার ছেলে তার কাছে নেই।
গার্ডিয়ান একই খবরে আরেকটি অডিওর বিষয়ে উল্লেখ করেছে। ওই কথোপকথন একজন বাবা এবং তার ছেলের কলিগের মধ্যে। এতে রুশ সেনাকে বলতে শোনা যায়, নতুন কোনো সেনা তাদের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে না, কোনো যোগাযোগও নেই। পিছু হটারও সুযোগ নেই, পিছু হটলে গুলি করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল