মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে গিয়ে তিনি মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন। সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও। এ সময় বাইডেনকে ইউক্রেনের একটি সামরিক পদক দিয়েছেন জেলেনস্কি। পদকটির নাম ‘ক্রস অব মিলিটারি মেরিট’।
স্থানীয় সময় বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর ওভাল অফিসে তারা বৈঠক করেন।
বৈঠকে বাইডেনকে জেলেনস্কি বলেন, “প্রথমেই আপনাকে ধন্যবাদ।”
এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, “এখানে আসতে পারাটা অনেক সম্মানের।”
হোয়াইট হাউসে বৈঠককালে বাইডেনের হাতে ইউক্রেনের একটি সামরিক পদক তুলে দেন জেলেনস্কি।
জেলেনস্কি জানান, ‘ক্রস অব মিলিটারি মেরিট’ পদকটি ইউক্রেনীয় সেনাবাহিনীর এক ক্যাপ্টেনকে দেওয়া হয়েছিল। তিনি তার পদকটি বাইডেনকে দিয়েছেন।
পদকটি গ্রহণ করেছেন বাইডেন। বলেছেন, ইউক্রেনীয় ক্যাপ্টেনকে তিনি একটি সামরিক স্মারক উপহার দেবেন। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম