ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির উত্তরপ্রদেশের বিসৌলি থানা এলাকার ঘটনাটি। সেখানে পাঁচ সদ্যোজাত কুকুরছানাকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগে অনীতা দেবী নামে এক নারী ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
পুলিশ মৃত ওই কুকুরছানাগুলোর দেহ পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, অনিতা দেবী এবং তার স্বামী সূর্যকান্ত ভুরার বিরুদ্ধে তাদের প্রতিবেশী বিভোর শর্মা একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই নারীর বিরুদ্ধে নির্মমভাবে সদ্যোজাত কুকুরগুলোকে হত্যার অভিযোগে মামলা করা হয়। সদ্যোজাত ওই ছানাগুলোর বয়স মাত্র এক দিন। প্রাণীদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে ১৮৬০ আইনের ৪২৯ ধারায় মামলাটি করা হয়। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/কালাম