ভারতের উত্তর প্রদেশের কাঠমিস্ত্রি সালমান সম্প্রতি একটি বিচিত্র কাণ্ড ঘটিয়েছেন। টাটা ন্যানো মডেলের একটি গাড়িকে তিনি হেলিকপ্টারে রূপ দিয়েছেন। তবে তার বানানো হেলিকপ্টারটি আকাশে উড়তে পারে না, সড়কে ছুটে চলে।
মূলত আরোহীদের আকাশযাত্রার অনুভূতি দিতে গাড়ির খোলনলচে পাল্টে ফেলেন সালমান। এ কাজে তার খরচ হয়েছে তিন লাখ রুপি, সময় লেগেছে পুরো চার মাস। তার বানানো এ হেলিকপ্টারের ছুটে চলা দেখতে প্রতিদিন ভিড় করেন অনেক মানুষ।
আকাশে উড়তে না পারলেও নিজের বানানো হেলিকপ্টার নিয়ে সালমান বেশ আশাবাদী। তিনি বলেন, সরকার কিংবা কোনো কোম্পানির সহযোগিতা পেলে আমি স্বল্প খরচে এমন একটি হেলিকপ্টার বানাতে পারব, যা আকাশে উড়তে কিংবা জলের ওপর দিয়ে ছুটে চলতে পারবে। সূত্র: এনডিটিভি
বিডিপ্রতিদিন/কবিরুল