যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই। শুক্রবার এক টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে ‘পুরাতন রুটিন’ একতরভাবে হুমকি’ প্রদর্শন বন্ধ করার আহ্বান জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী।
আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, চীনের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বেইজিংয়ের বৈধ উদ্বেগে বাইডেন প্রশাসনকে মনোযোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। ওয়াং-ই বলেন, যুক্তরাষ্ট্র ‘স্যালামি স্লাইসিং ট্যাকটিস’এর মাধ্যমে চীনের রেড লাইন চ্যালেঞ্জ করার চেষ্টা করছে। উল্লেখ্য, স্যালামি স্লাইসিং ট্যাকটিস হলো- এক বারে যা অর্জন করা যায় না, ছোট ছোট কাজের মাধ্যমে তা করা।
আল জাজিরার খবরে বলা হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য বিশ্বের দুই প্রধান অর্থনীতির দেশের মধ্যে গভীর উত্তেজনা-কে নির্দেশ করছে। যদিও উভয় দেশের নেতারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে কূটনীতিতে নিয়োজিত হওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল