‘সম্পদ ও ক্ষমতার জন্য মানুষের ক্ষুধার’ সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস। বড়দিন উপলক্ষে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শনিবার দেওয়া এক ভাষণে তিনি এই সমালোচনা করেন।
তিনি বলেছেন, ‘যদিও পশুরা তাদের জায়গায়ই খাবার খায়, কিন্তু আমাদের পৃথিবীতে নারী-পুরুষ (মানুষ) সম্পদ ও ক্ষমতার ক্ষুধায় তাদের প্রতিবেশীদের গ্রাস করে। এমনকি তাদের মা ও বোনদেরও।’
আজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা বিশেষভাবে উল্লেখ না করে পোপ ফ্রান্সিস বলেন, ‘আমরা কত যুদ্ধ দেখেছি। যুদ্ধে প্রধান ভুক্তভোগীরা হচ্ছেন ‘দুর্বল ও ঝূঁকিপূর্ণ মানুষ।’
শনিবার অনুষ্ঠানে হুইলচেয়ারে গির্জায় প্রবেশ করেন ৮৬ বছর বয়সী ফ্রান্সিস।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ