বড়দিনেই ৪০টির বেশি রকেট ছুড়েছে রাশিয়া। গতকাল রবিবার ইউক্রেনের নানা স্থাপনা লক্ষ্য করে এই রকেটগুলো ছোড়া হয়।
ইউক্রেনের দৈনিক সামরিক হালনাগাদ তথ্যে এই দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, খেরসনের নানা স্থাপনায় গোলা বর্ষণ করেছে রুশ বাহিনী। এখনও সেখানে হামলা অব্যাহত আছে।
এসময় রাশিয়ার কয়েকটি হামলা প্রতিহত করা হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। রাশিয়ার নিয়ন্ত্রণাধীন স্থাপনায় পাল্লাট হামলা চালানোর দাবিও করেছে তারা।
বিডি প্রতিদিন/নাজমুল