বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে গত ২৪ ঘণ্টায় দুইবার বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবরে বলা হয়েছে ‘কিছু বিষয় চূড়ান্ত করা’র জন্য তারা আলোচনায় বসেছিলেন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, পুতিন-লুকাশেঙ্কোর মধ্যে বৈঠক হয়েছে সেন্ট পিটার্সবার্গের জাদুঘরে। মঙ্গলবার সকালে তারা একসঙ্গে সকালের নাস্তা করেছেন। এর আগের দিন সন্ধ্যায় কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস-এর (সিআইএস) অনানুষ্ঠানিক সম্মেলনে আলোচনায় বসেছিলেন এ দুই নেতা।
বেলারুশের ভূমি ব্যবহার করে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া আবারও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এর মধ্যেই বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে পুতিন দুইবার বৈঠক করলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল