সেনাবাহিনীতে জনগণের বাধ্যতামূলকভাবে দায়িত্ব পালন করার সময়সীমা বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে তাইওয়ান।
নতুন বিধি অনুযায়ী, স্বায়ত্তশাসিত অঞ্চলটির জনগণকে বাধ্যতামূলকভাবে এক বছর সেনাবাহিনীতে কাজ করতে হবে। আগের নিয়ম অনুযায়ী সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে চার মাস কাজ করতে হতো।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের কার্যালয় থেকে বলা হয়, অঞ্চলটির বেসামরিক প্রতিরক্ষাব্যবস্থা জোরদারে আলোচনা করতে মঙ্গলবার জাতীয় নিরাপত্তা বৈঠক ডাকা হয়। বৈঠকের পর সাই বলেন, প্রতিবেশী চীনের কাছ থেকে হুমকি বেড়ে যাওয়ায় সেনাবাহিনীতে জনগণের বাধ্যতামূলকভাবে দায়িত্ব পালন করার সময়সীমা বাড়ানো হচ্ছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই আরও বলেন, তাইওয়ান শান্তি চায়। তবে তাদেরও প্রতিরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। বিশ্বে গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে থাকবে তাইওয়ান।
বিডিপ্রতিদিন/কবিরুল