ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যটির ক্ষমতাসীন দল তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডুর একটি জনসভায় পদদলিত হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন।
বুধবার রাত ৮টা নাগাদ নেলোর জেলার কান্দুকুরু শহরের গুন্দমকাত্তা নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। একটি রোড শো’র পর বক্তব্য রাখতে শুরু করেন নাইডু। মুখ্যমন্ত্রীর ওই সভায় হাজির হয়েছিলেন কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক। এসময় টিডিপি কর্মী সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন পদদলিতের ঘটনা ঘটে।
জানা গেছে, মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে হাই ড্রেনের পাশেই দাঁড়িয়েছিলেন একাধিক মানুষ। এর মধ্যে বেশ কয়েকজন রাস্তার পাশেই একটি হাই ড্রেনের মধ্যে পড়ে যান। সেখানেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিনজন। এরপর আহতদের স্থানীয় হাসপাতালের নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় দুজনের। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় আরও দুই জনের।
দুর্ঘটনার পরেই বক্তব্য থামিয়ে দিয়ে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান চন্দ্রবাবু নাইডু। রাজ্য সরকারের তরফে আহতদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সহায়তার আশ্বাস দেন তিনি। পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। তাদের পরিবারের সন্তানদের পড়াশোনারও যাবতীয় খরচ এনটিআর ট্রাস্টের তরফে দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
টুইট করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নারা লোকেশ বলেন, ‘টিডিপি কর্মীদের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের উন্নত চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ