ইউক্রেন একটি আঞ্চলিক যুদ্ধের উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছে প্রতিবেশী দেশ বেলারুশ। মিনস্ক বলেছে, বৃহস্পতিবার বেলারুশে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে সেটি ‘দৈবক্রমে’ বেলারুশের আকাশসীমায় ঢুকে পড়েনি।
বেলারুশের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলেক্সান্ডার ভলফোভিচ রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
তিনি বলেন, “কিয়েভ যেকোনও উপায়ে একটি আঞ্চলিক সংঘাত বাধিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। এর সর্বশেষ উদাহরণ হচ্ছে বেলারুশের আকাশে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ ও সেটিকে ধ্বংস করা।”
আলেক্সান্ডার ভলফোভিচ বলেন, “এটি আমাদের আকাশসীমায় দুর্ঘটনাক্রমে ঢুকে পড়েছে ভাবার কোনও কারণ নেই। সবদিক বিবেচনা করলে বোঝা যায়, এর পেছনে কোনও পরিকল্পনা রয়েছে।”
ইউক্রেনের এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বেলারুশের সামরিক বাহিনী। বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী ওই ক্ষেপণাস্ত্রটি ছোড়ে। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সীমান্তবর্তী ব্রেস্ট অঞ্চলের গোরবাখা গ্রামের একটি কৃষিক্ষেতে ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো পড়ে। এতে অবশ্য কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র বেলারুশের আকাশে ঢুকে পড়ার ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে শুক্রবার মিনস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/কালাম