এবার মানুষের মরদেহ কম্পোস্টিংয়ের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য।
ফলে মরার পর এখন থেকে নিউইয়র্কের বাসিন্দারা নিজেদের মরদেহ মাটিতে পরিণত করতে পারবেন। কবর দেওয়ার বিকল্প হিসেবে এই পরিবেশবান্ধব পদ্ধতিকে কাজে লাগানো হচ্ছে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি রাজ্যে।
‘ন্যাচারাল অর্গানিক রিডাকশ’ নামে পরিচিত পদ্ধতিতে কয়েক সপ্তাহ একটি বদ্ধ কন্টেইনারে রেখে মানব শরীর পচানো (ডিকম্পোস্ট) হয়।
২০১৯ সালে প্রথম ওয়াশিংটন মরদেহ কম্পোস্টিং করার অনুমতি দেয়। এরপর কলোরাডো, ভেরমন্ট, ক্যালিফোর্নিয়াতেও মেলে অনুমোদন।
এই পদ্ধতিতে উডচিপস, আলফালফা এবং খড় ঘাসের মতো নির্বাচিত উপকরণসহ একটি বদ্ধ পাত্রে মরদেহ রাখা হয় এবং জীবাণুর প্রভাবে ধীরে ধীরে সেই শরীর ভেঙে যায়।
একটি ইউএস কোম্পানির দাবি, এই পদ্ধতি অনুসরণ করলে পোড়ানোর তুলনায় অন্তত এক টন কার্বন নির্গমন কমানো যাবে। এছাড়াও প্রথাগত কবর দেওয়ার পদ্ধতিতে জায়গা ও কাঠ জাতীয় উপকরণের যে অপব্যয় হয় সেটাও কমাবে এই পদ্ধতি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল