প্রিন্স হ্যারি বলেছেন, ‘আমি আমার বাবা ও আমার ভাইকে ফিরে পেতে চাই।’ আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন হ্যারি।
এই সাক্ষাৎকারে হ্যারি আরও দাবি করেছেন, সংঘাত মিটিয়ে সমঝোতায় ফিরতে কোনো স্বতস্ফূর্ততাই দেখাচ্ছে না তার বাবা ও ভাই।
সম্প্রতি আইটিভি ও সিবিএস নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন হ্যারি। তার এই সাক্ষাৎকার দুইটি ৮ জানুয়ারি সম্প্রচারিত হবে।
সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারি বলেছেন, রাজ দায়িত্ব ছাড়ার আগে তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন।
আইটিভির সাক্ষাৎকারে হ্যারির নানা ব্যক্তিগত বিষয় উঠে এসেছে। তার মায়ের মৃত্যুর বিষয়টিও উঠে এসেছে সেই আলোচনায়।
হ্যারি বলেছেন, তিনি পরিবার চান, কোনো প্রতিষ্ঠান চান না।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল