গত বছর ছিল যুক্তরাজ্যের রেকর্ড উষ্ণতম বছর। ব্রিটিশ আবহাওয়া দপ্তর বিষয়টি নিশ্চিত করে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
২০২২ সালে যুক্তরাজ্যের বার্ষিক গড় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
সেই হিসেবে ১২ মাসে দেশটির গড় তাপমাত্রা ছিল ১০.০৩ ডিগ্রি সেলসিয়াস। যা সব সময়ের রেকর্ডকে টপকে গেছে। এর আগে সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল ২০১৪ সালে। সে বছর যুক্তরাজ্যের গড় তাপমাত্রা ছিল ৯.৮৮ ডিগ্রি সেলসিয়াস।
যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের প্রধান মার্ক ম্যাকওয়ার্থি জানিয়েছেন, ব্রিটেনের জলবায়ুর ইতিহাসে গড় তাপমাত্রা এবারই প্রথম ১০ ডিগ্রি ছাড়িয়েছে।
তার মতে, ‘এটা কোনো বিস্ময়কর ঘটনা না।’ ১৮৮৪ সাল থেকেই দেশটির তাপমাত্রা বাড়ছে। এ জন্য জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক উষ্ণায়ণকেই দায়ী করেছেন তিনি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল