ঘটনাটি ভারতের দিল্লির। সেখানে ত্রিভুজ প্রেমের জেরে শাহিদ নামের এক ১৫ বছরের কিশোরকে পার্কে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে খায়ালা এলাকার একটি পার্কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত শাহিদকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক বার আঘাত করা হয়। এতেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিক তথ্য সূত্রে পুলিশ বলছে, সম্প্রতি প্রেমে জড়িয়ে পড়েছিল নিহত শাহিদ। সেই নিয়েই তার অন্য এক কিশোরের সঙ্গে দ্বন্দ্বের সূত্রপাত। আর সেই ত্রিভুজ প্রেমের জেরেই তাকে খুন হতে হয়।
এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে বলেও জানায় তারা। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক