ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল যুদ্ধে নিজেদের আরও তিন সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েল। এ নিয়ে উপত্যকায় স্থল অভিযানে মোট ১৩৭ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। এছাড়া আরও আট সেনা গুরুতর আত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সর্বশেষ নিহত এই তিন সেনা উত্তর গাজায় হামাসের সাথে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছে।”
নিহতের পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন- হাসমোনাইমের সার্জেন্ট লাভি ঘাসি (১৯)। তিনি নাহাল ব্রিগেডের ৯৩১তম ব্যাটালিয়নের সদস্য।
রামাত গানের লেফটেন্যান্ট ইয়াকভ এলিয়ান (২০)। বাহাদ ১ অফিসার স্কুলের গেফেন ব্যাটালিয়নের একজন ক্যাডেট। এর আগে তিনি একজন গিভাতি স্কোয়াড কমান্ডার ছিলেন।
শাদমোট ডভোরার লেফটেন্যান্ট ওমরি শোয়ার্টজ (২১)। তিনি গেফেন ব্যাটালিয়নের একজন ক্যাডেট। এর আগে তিনি প্যারাট্রুপার ব্রিগেডের রিকনেসেন্স ব্যাটালিয়নের সৈনিক ছিলেন।
আইডিএফ-এর মতে, শোয়ার্টজ এবং ইলিয়ান নিহত হওয়ার ঘটনায় একজন অফিসার এবং অন্য দুই গেফেন ক্যাডেট গুরুতরভাবে আহত হয়েছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/আজাদ