নাইজেরিয়ার মধ্য অঞ্চলে প্লেটু প্রদেশে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১১৩ জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় কর্মকর্তারা খবরটি নিশ্চিত করেছেন।
গত মে মাসের পর এ প্রদেশে সংগঠিত সবচেয়ে ভয়াবহ হতাহতের ঘটনা এটি। ওই সময় শতাধিক মানুষ নিহত হন।
নাইজেরিয়ার ওই অঞ্চলে পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষ সাধারণ ঘটনা।
গত রবিবার নাইজেরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে বলা হয়, সর্বশেষ হামলায় ১৬ জন নিহত হয়েছে। কিন্তু বোকোস এলাকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানডে কাসাহ জানান, শনিবার ও রবিবারের হামলায় ১১৩ জন নিহত হয়েছে।
তিনি বলেন, হামলাগুলো সুসংগঠিত ছিল। ২০টির মতো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ডাকাতদের দ্বারা আক্রান্ত হন। আমরা এরই মধ্যে ১১৩টি মৃতদেহ পেয়েছি। আহত তিন শতাধিক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
তবে হামলার জন্য কারা দায়ী তা উল্লেখ করেননি কাসাহ। তিনি আরও জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাইজেরিয়ার মধ্য অঞ্চল নামে পরিচিত বেশ কয়েকটি জাতিগত ও ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় প্রদেশের একটি প্লেটু। এখানে সাম্প্রতিক বছরে আন্তঃসাম্প্রদায়িক সংঘাতে শত শত মানুষ প্রাণ হারিয়েছে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/আজাদ