ইসরাইলের সামরিক বাহিনী লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহকে সরিয়ে দেবে বলে হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ। লেবানন থেকে ইসরাইলে হামলা অব্যাহত থাকলে এই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
গ্যান্টজ বলেছেন, যদি বিশ্ব ও লেবানন সরকার ইসরাইলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ না করে তবে ইসরাইল হস্তক্ষেপ করতে হবে।
ইসরাইলি এই মন্ত্রীর মতে, কূটনৈতিক সমাধানের সময় ফুরিয়ে আসছে।
৭ অক্টোবরের পর থেকেই ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। গ্যান্টজ বলেছেন, ইসরাইলের উত্তরাঞ্চলের পরিস্থিতি অবশ্যই বদলানো উচিত। তিনি বলেন, ‘কূটনৈতিক সমাধানের স্টপওয়াচ বন্ধ হওয়ার পথে।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল