কাতারের একটি আদালত গত অক্টোবরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট সাবেক নৌসেনা সদস্যের সাজা কমিয়েছে। ভারত সরকার এই তথ্য জানিয়েছে।
এনডিটিভির খবর অনুসারে, রায় এখনও প্রকাশ না হওয়ায় সাজা কমানোর বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
ভারত সরকার জানিয়েছে, পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা আইনি দল এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা শুরু থেকেই তাদের পাশে আছি এবং আমরা সব ধরনের কনস্যুলার ও আইনি সহায়তা অব্যাহত রাখব। আমরা কাতারের কর্তৃপক্ষের কাছেও বিষয়টি উত্থাপন অব্যাহত রাখব।
কাতারে আটককৃতরা হলেন- পূর্ণেন্দু তিওয়ারি, সুগুনাকর পাকালা, অমিত নাগপাল ও সঞ্জীব গুপ্তা এবং ক্যাপ্টেন নবতেজ সিং গিল, বীরেন্দ্র কুমার ভার্মা ও সৌরভ বশিষ্ঠ ও নাবিক রাগেশ গোপকুমার।
তাদের বিরুদ্ধে আনা অভিযোগ কখনোই জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল