ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে কবিতা পড়ার দায়ে দুই ব্যক্তিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দিয়েছে মস্কোর একটি আদালত।
আর্টিওম কামারদিন নামে একজনকে সাত বছর এবং ইয়েগর শ্তোভবাকে পাঁচ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রুশ কর্তৃপক্ষ ইউক্রেনে আগ্রাসনের বিরুদ্ধে সাধারণ প্রতিবাদেরও জন্য হাজার হাজার লোককে আটক করেছে। যুদ্ধের সমালোচনা কার্যকরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
৩৩ বছর বয়সী কামরদিন গ্রেফতারের প্রাক্কালে মস্কোর একটি স্কোয়ারে তার কবিতা ‘আমাকে হত্যা করুন, মিলিশিয়া ম্যান! আবৃত্তি করছিলেন । সেখানে সোভিয়েত যুগ থেকে ভিন্নমতাবলম্বীরা জড়ো হয়ে আসছে।
কামারদিন ইউক্রেনের দক্ষিণাঞ্চলকে সংযুক্ত করার লক্ষ্যে ‘নতুন রাশিয়া’ প্রকল্পের বিরুদ্ধে আক্রমণাত্মক স্লোগানও দেন।
আদালতকে কামারদিন বলেন, তিনি জানেন না যে তার ক্রিয়াকলাপ আইন ভঙ্গ করেছে। ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, আমি নায়ক নই, এবং আমার বিশ্বাসের জন্য জেলে যাওয়া কখনই আমার পরিকল্পনায় ছিল না।
বিডিপ্রতিদিন/কবিরুল