ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ভারতের আট সাবেক নৌসেনার সাজা কমিয়েছে কাতারের একটি আদালত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, মৃত্যুদণ্ডের সাজা কমানো হয়েছে। তবে নতুন করে তারা কোন ধরনের শাস্তির সম্মুখীন হবেন সেটা এখনও নিশ্চিত করেননি আদালত।
এ রায়ে সেনা সদস্যের বিরুদ্ধে আনা কোনও অভিযোগের তথ্য প্রকাশ করেনি দুই দেশ। তবে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মূলত ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগেই আটক করা হয়েছিল তাদের।
অবশ্য ভারতের ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্র এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেছেন, এটি ইসরায়েলের কোনও বিষয় নয়। ভারতও সাংবাদিকদের বিস্তারিত তথ্য দেয়নি।
গত মাসের শেষ দিকে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট ভারতীয় সাবেক নৌ সেনাকে গত বছরের আগস্টে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। গত নভেম্বর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ করা হয়।
এর আগে বেশ কয়েকবার তাদের জামিনের আবেদন খারিজ করে কাতারের আদালত এবং এরপর অক্টোবরে রায় ঘোষণা করা হয়।
অভিযুক্ত ওই আট সাবেক নৌসেনা হলেন- ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বার্মা, ক্যাপ্টেন সৌরভ বাশিস্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকার পাকালা, নাবিক রাগেশ ও কমান্ডার সঞ্জীব গুপ্তা। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/আজাদ