ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরের প্রাণকেন্দ্রে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বহু সাধারণ নাগরিক প্রাণ হারানোর ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
রবিবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “এই যুদ্ধ শুরু করেছিল রাশিয়া—এটা সবাই জানে। আজও তারা মানবজীবনের কোনো মূল্য না দিয়ে, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক উদ্যোগ উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।”
তিনি জোর দিয়ে বলেন, “রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকালে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী সুমি শহরের কেন্দ্রে রাশিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত ৩২ জন নিহত ও ৯৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু রয়েছে বলেও জানিয়েছে কিয়েভ।
বিডি প্রতিদিন/নাজিম