মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের প্রেক্ষিতে মার্কিনিদের বিরুদ্ধে পদক্ষেপ নিল সিঙ্গাপুরের চীনা রেস্তোরাঁও! দেশটির চায়নাটাউনে একটি চীনা রেস্তোরাঁর বাইরে নোটিশ টাঙিয়ে জানানো হয়, এখন থেকে ওই রেস্তোরাঁয় খাবার খেতে আসা যুক্তরাষ্ট্রের নাগরিকদের খাবারের দামের ওপর ১০৪ শতাংশ বাড়তি কর আরোপ করা হবে। নোটিশটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিতর্কের ঝড়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আমেরিকা-চীন শুল্কযুদ্ধের আবহে সিঙ্গাপুরের প্যাগোডা স্ট্রিটের ‘শি লাও সং’ নামে এক রেস্তোরাঁর সামনের দরজায় সাঁটানো দু’টি কাগজের টুকরোয় লেখা বার্তাগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে ইংরেজি এবং চীনা উভয় ভাষাতেই লেখা, ‘‘৯ এপ্রিল থেকে এই রেস্তোরাঁয় খাবার খেতে আসা আমেরিকানদের থেকে ১০৪ শতাংশ অতিরিক্ত কর নেওয়া হবে।’’ যদিও পরে সমালোচনার মুখে পড়ে বিতর্কিত নোটিশগুলো সরিয়ে ফেলেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
সম্প্রতি নোটিশগুলোর ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এক নেটাগরিক। রেস্তোরাঁটির এই পদক্ষেপ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয় নানা মহলে। কেউ কেউ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। কেউ আবার বলেছেন, এ ধরনের আচরণ একটি নির্দিষ্ট দেশের বাসিন্দাদের প্রতি বৈষম্যমূলক।
প্রসঙ্গত, সিঙ্গাপুর আমেরিকা থেকে আমদানিকৃত পণ্যে কোনও শুল্ক না চাপালেও সম্প্রতি সিঙ্গাপুরের পণ্যের উপরেও ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন মুলুক। তবে, সিঙ্গাপুরের জনসংখ্যা ষাট লাখের কাছাকাছি, যার ৭৪ শতাংশই চীনা বংশোদ্ভূত। আর চীনা পণ্যের ওপর মোট ১৪৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যেই চীনও মার্কিন পণ্যের ওপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করেছে। এতদিন মার্কিন পণ্যের ওপর ৮৪ শতাংশ শুল্ক ধার্য করেছিল বেইজিং। কিন্তু এবার তা বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে। সূত্র: সিএনএ
বিডি প্রতিদিন/একেএ