সংযুক্ত আরব আমিরাতের দুবাই অবস্থিত ‘মল অব দ্য এমিরেটস’ সম্প্রসারণে ব্যাপক উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আইকনিক এই মলের ২০তম বার্ষিকী উপলক্ষে ৫ বিলিয়ন দিরহাম (১.৩৬ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগে সেখানে ১০০টি নতুন দোকান, একটি নতুন থিয়েটার, একটি নতুন ইনডোর এবং আউটডোর ডাইনিং অঙ্গন, আরও বিনোদন ও শারীরিক সুস্থতার স্থান যুক্ত করা হবে।
মলটির মালিক ও পরিচালক মাজিদ আল ফুত্তাইম বলেছেন, ১.১ বিলিয়ন দিরহাম ইতোমধ্যেই ব্যয় করা হয়েছে। ২০,০০০ বর্গমিটার অতিরিক্ত সংরক্ষিত স্থান যুক্ত করার কাজ ইতোমধ্যেই চলছে। দর্শনার্থীরা শিগগিরই উন্নতি দেখতে পাবেন। মলটিতে নতুন অভিজ্ঞতাসহ বহু-সংবেদনশীল বিষয় যুক্ত হতে যাচ্ছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রসারিত অংশে একটি নতুন ইনডোর-আউটডোর প্রিসিঙ্কট দ্রুত-নৈমিত্তিক ডাইনিং এবং ইন্টারেক্টিভ বিনোদনের মিশ্রণ প্রবর্তন করা হবে। এর কেন্দ্রবিন্দুতে থাকবে মলের প্রথম বহিরাঙ্গন ফুড অ্যান্ড বেভারেজ প্রাঙ্গণ, যা ২০২৭ সালের শুরুর দিকে উদ্বোধন করা হবে। শীতের মাসগুলোতে এই অভিযোজিত স্থানটি একটি সবুজ মরুদ্যানে রূপান্তরিত হবে।
মাজিদ আল ফুত্তাইম আরও বলেন, আমরা উচ্চমানের রেস্তোরাঁ ঘোষণা করব। এছাড়া আরও কিছু অবিশ্বাস্য উন্নয়ন রয়েছে যেগুলো যথাসময়ে জানানো হবে।
প্রতিবেদনে বলা হয়, “বাজার গবেষণা অনুযায়ী, দর্শনার্থীরা এখন কেনাকাটার চেয়েও বেশি কিছু চান; তারা অনন্য অভিজ্ঞতা, সাংস্কৃতিক সম্পৃক্ততা এবং নিরবচ্ছিন্ন সুবিধা চান।
নিউ কোভেন্ট গার্ডেন থিয়েটারটি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে সফট-লঞ্চের জন্য প্রস্তুত হবে। বছরের শেষ দিকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এটি উদ্বোধন করা হবে। বহু-অফারিং প্রিসিঙ্কটের জীবনধারা এবং বিনোদন স্থানগুলো ২০২৬ সালের মধ্যে প্রস্তুত হবে। এতে রিহার্সেল স্পেস এবং ৬০০ আসন থাকবে।
VOX সিনেমায় বিশ্বের সবচেয়ে উন্নত IMAX সংযোজনের পাশাপাশি ২০২৬ সালের শেষ দিকে চারটি নতুন বিনোদন সুবিধা চালু করা হবে।
প্রতিবেদন অনুযায়ী, মাজিদ আল ফুত্তাইমের ১৯ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ রয়েছে। এই কোম্পানি ৪৩ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান করেছে। এর রয়েছে ২৯টি শপিং মল, সাতটি হোটেল এবং পাঁচটি মিশ্র-ব্যবহারের কমিউনিটি। বছরে ৬০০ মিলিয়নেরও বেশি গ্রাহক তার এসব প্রতিষ্ঠানে কেনাকাটা করে। সূত্র: খালিজ টাইমস
বিডি প্রতিদিন/একেএ