স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ তার ব্যক্তিগত সহকারী নিয়োগে কোনো অনিয়ম করেননি বলে বুধবার আদালতে সাক্ষ্য দিয়েছেন দেশটির বিচারমন্ত্রী ফেলিক্স বোলানোস। সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। গোমেজের বিরুদ্ধে সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে দুর্নীতি তদন্ত চলছে।
বিচারক জুয়ান কার্লোস পেইনাডোর কাছে সাক্ষ্য দেওয়ার পর বোলানোস বলেন, প্রধানমন্ত্রীর স্ত্রীর সহকারীর পদটি আগে থেকেই ছিল এবং পূর্ববর্তী প্রধানমন্ত্রীর স্ত্রীদেরও সহকারী ছিল। তবে গোমেজ মাত্র একজন সহকারী নিয়োগ করেছেন এবং এই নিয়োগ সম্পূর্ণ আইন মেনেই হয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মী নিয়োগ প্রক্রিয়ায় তার কোনো ভূমিকা ছিল না এবং তিনি ওই সহকারীকে আগে থেকে চিনতেন না।
উল্লেখ্য, অতি-ডানপন্থী দুটি গোষ্ঠী – মানোস লিম্পিয়াস ও হাটযে ওইরের অভিযোগের ভিত্তিতে গত বছর গোমেজের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অভিযোগে বলা হয়, গোমেজ তার স্বামীর প্রধানমন্ত্রীর পদকে ব্যবহার করে ব্যক্তিগত ব্যবসায়িক সুবিধা নিয়েছেন, যার মধ্যে মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ে তার পরিচালিত একটি কোর্সও অন্তর্ভুক্ত।
দুটি সিভিল গার্ড প্রতিবেদনে কোনো অপরাধের প্রমাণ মেলেনি এবং সরকারি কৌঁসুলিদের পক্ষ থেকে তদন্ত বন্ধের সুপারিশ করা হলেও বিচারক পেইনাডো তদন্ত অব্যাহত রেখেছেন।
এদিকে প্রধানমন্ত্রী সানচেজ এই অভিযোগগুলোকে রক্ষণশীল ও অতি-ডানপন্থী বিরোধীদের চালানো অপপ্রচার হিসেবে আখ্যা দিয়েছেন। একইসঙ্গে, তার ভাই এবং এক সাবেক প্রভাবশালী সরকারি কর্মকর্তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠায়, ২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা তার সংখ্যালঘু সরকার আরও চাপে পড়েছে।
? সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/আশিক