কর্মজীবনের যান্ত্রিকতা এবং শহরের কোলাহল থেকে কিছুদিনের জন্য প্রশান্তি চায় সবাই।বাঙালি স্বভাবগতভাবেই একটু বেশি ভ্রমণবিলাসী। অনেকেই বছরের শুরু থেকে মনে মনে ছক কষতে থাকেন কিছু দিনের জন্য পরিবার অথবা বন্ধুদের নিয়ে দেশে অথবা বিদেশের কোথায় কোথায় ঘুরতে যাবেন।
কিন্তু কোথায় যাবেন, কিভাবে যাবেন ইত্যাদি চিন্তায় ঘুরতে যাওয়ার হারিয়ে ফেলে অনেকে। তাই ভ্রমণপিপাসুদের কথা মথায় রেখে যাত্রা শুরু হলো চলোঘুরেআসি ডটকম'র (www.chologhureashi.com)।
এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ভ্রমণ স্থানের খুঁটিনাটি সবকিছু আপনি জানতে পারবেন কয়েক মুহূর্তে। এখানে খুব সহজে দেশ ও বিদেশের নান্দনিক স্থানগুলোর ছবিসহ বর্ণনা দেখা যাবে। শুধু তাই নয়, আপনাদের সুবিধার জন্য সাইটটিতে প্রতিটি স্থানের বর্ণনার সাথে উক্ত স্থানের সঠিক অবস্থান জানার জন্য গুগল ম্যাপের সংযোজন রযেছে।
এখানে দেশ এবং বিদেশের সব থেকে জনপ্রিয় দার্শনিক স্থানগুলোর বিবরণ দেওয়া আছে। ভবিষতে আরও স্থানের বর্ণনা সংযোজিত করা হবে।