সম্প্রতি বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোর হার্ভে নিকোল তিনটি স্টাইলের সানগ্লাস এনেছে গ্রাহকের জন্য। এই সানগ্লাসগুলোর কোনোটায় রয়েছে ২৪ ক্যারট সোনা, আবার কোনোটাতে ডায়মণ্ড পাথর। সোনা দিয়ে তৈরি গ্লাসটির দাম পড়বে ৭,০০০ পাউন্ড এবং ডায়মণ্ডের তৈরি গ্লাসটির দাম ২৭,০০০ পাউণ্ড।
সানগ্লাস সংগ্রাহকরা দাম শুনেই নিশ্চয় নড়েচড়ে বসেছেন। মূলত এসব সানগ্লাস আনা হয়েছে শিল্পপতি অথবা হলিউড-বলিউডের সেলিব্রেটিদের জন্য সানগ্লাস কেনাটা যাদের শখ। এ প্রসঙ্গে একটি নাম এসেই যায় আর সেটা হলো ভারতের শিল্পপতি কিংফিশারের মালিক বিজয় মালেয়ার নাম। কারণ তার সানগ্লাস কালেকশনের আগ্রহের কথা অনেকেরই জানা।