চেষ্টা আর শ্রম দিয়ে বিশ্ব জয় করা যায়। সঙ্গে দরকার আত্মবিশ্বাস। যোগ্যতা অর্জন করতে পারলে তাকে টেনে ধরে রাখার ক্ষমতা নেই কারও। খুলে যায় হাজারো কাজের দুয়ার। সঙ্গে যশ, খ্যাতি, অর্থ- সব। গুগল বিশ্বের এমনই একটি প্রতিষ্ঠান যারা যোগ্য মানুষের মূল্যায়নে কার্পণ্য করে না। এই প্রতিষ্ঠানে ইন্টার্নরাই ৭০ হাজার থেকে ৮০ হাজার ডলার বেতনে চাকরি শুরু করেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বেতন এক লাখ ১৮ হাজার ডলার থেকে শুরু। সিনিয়র হলেই বেতনের কাঠামো দেড় লাখ ডলার ছাড়িয়ে যায়। তাই এখানে কাজের সুযোগ পেতে মুখিয়ে থাকে সবাই। প্রতি বছর প্রায় চার হাজার প্রযুক্তিবিদের চাকরির সুযোগ হয় গুগলে। আপনিও হতে পারেন তাদের একজন। সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ার হয়ে থাকলে সঙ্গে শিখে নিন কিছু বিষয়। আপনার ভাগ্যের চাকা ঘুরতে সময়ের ব্যাপার মাত্র।
১. কোড করতে পারা : যেকোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন্দ্রিক কোড শিখুন। যেমন- সি প্লাস প্লাস, জাভা অথবা পাইথন।
২. নিজের কোড পরীক্ষার সামর্থ্য : নিজে যে কোডটি তৈরি করেছেন তা পরীক্ষা করে দেখার দক্ষতাও অর্জন করতে হবে। এ থেকে বাগ খুঁজে বের করা, বিভিন্ন পরীক্ষা চালানো এবং সফটওয়্যার বদলে ফেলার পদ্ধতি জানতে হবে।
৩. অ্যাবস্ট্র্যাক্ট গণিতের কিছু শিক্ষা অর্জন : এ বিষয়ে মৌলিক জ্ঞান থাকতে হবে। এর মাধ্যমে যৌক্তিক কারণ খুঁজে বের করা এবং গণিতের ধারাবাহিকতা জানতে পারবেন আপনি।
৪. অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা : আপনাকে অবশ্যই অপারেটিং সিস্টেম সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে। তবে যে কাজে বিশেষ দক্ষতা রয়েছে, তার ওপরই জোর দেবে গুগল।
৫. কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জ্ঞান : আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জ্ঞান থাকাটা জরুরি। আর এ বিষয়ে নিজের কর্মীদের মোটামুটি জ্ঞানী দেখত চায় গুগল। কারণ প্রতিষ্ঠানটি রোবট ভালোবাসে।
৬. অ্যালগোরিদম এবং ডেটা সোর্স বোঝা : স্ট্যাকস, কিউই, ব্যাগসসহ কুইকসোর্ট, মার্জমোর্ট এবং হিপসোর্ট- এর মতো সর্টিং অ্যালগোরিদম সম্পর্কে ধারণা থাকতে হবে।
৭. ক্রিপ্টোলজি জানা : এটি সাইবার নিরাপত্তার অংশ। এ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা জরুরি। কারণ সাইবার নিরাপত্তা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়।
৮. প্যারালাল প্রোগ্রামিং জানা : প্যারালাল প্রোগ্রামিং শিখতে হবে। কম্পিউটারে একযোগে কয়েক টন তথ্যের কাজ করতে শেখা খুবই জরুরি।
৯. কম্পিলারস গঠন শেখা : আপনি যখন এটি শিখবেন, তখন মানুষের জন্যে উচ্চমানের ভাষা ডিজাইন করতে পারবেন। যন্ত্রের জন্যে অধিক সামঞ্জস্যপূর্ণ প্রোগ্রামের ভাষা পদ্ধতিগতভাবে গঠন করতে পারবেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৫/আহমেদ