যুক্তরাজ্যে এক 'সারোগেট মা' তার ২৫ বছর বয়সী নিজের ছেলের সন্তান জন্ম দিয়েছেন। আদালত বলছে, 'অত্যন্ত অস্বাভাবিক' এই বিষয়টি 'সম্পূর্ণরূপে বৈধ'। শিশুটি ৭ মাস আগে জন্ম নিয়েছে। তবে মঙ্গলবার লন্ডনের একটি পরিবারিক আদালতে মামলার শুনানি শেষে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
বিচারক বলেন, ৭ মাসের ওই শিশুকেই প্রধান বিবেচনায় নেওয়া হয়েছে। জন্মের পর থেকে শিশুটি তার বাবার কাছেই আছেন। শিশুটির 'আইনি নিরাপত্তার' জন্য ওই বাবাকে শিশুটি দেখাশোনার পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, 'বাবা হওয়ার জন্য বিশেষজ্ঞ আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেন ওই ব্যক্তি। বিষয়টি নিয়ে আমি অবগত। এটি অত্যন্ত অস্বাভাবিক, তবে সংশ্লিষ্ট বিধিবদ্ধ বিধান অনুযায়ী সম্পূর্ণ বৈধ।'
গার্ডিয়ানের প্রতিবেদনে শুনানির তথ্য তুলে ধরে বলা হয়েছে, তার স্ত্রীর সন্তান ধারণের সমস্যা থাকায় মা এগিয়ে আসেন। আর তার বাবা এতে ইতিবাচক ভূমিকা পালন করেন। আদালত ওই সারোগেট মায়ের নাম ও বয়স প্রকাশ করেনি।
উল্লেখ, সারাবিশ্বে ক্রমেই জমজমাট হয়ে উঠছে সারোগেট মাদার বাণিজ্য। এই প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে মায়েরা তাদের গর্ভ ভাড়া দেন। সারোগেট প্রক্রিয়া হচ্ছে মূলত কোনো নারীর গর্ভ ভাড়া নেওয়া। কোনো নারী সন্তান ধারণে অক্ষম হলে বা অনেক ব্যস্ত নারী যাদের সন্তান ধারণের মতো দীর্ঘসময় নেই তারাই সাধারণত সারোগেট মাদারের দিকে ঝুঁকছেন।
বিডি-প্রতিদিন/ ৪ মার্চ ২০১৫/শরীফ