স্থূলতা পুরুষের শরীরে শুক্রাণুর পরিমাণ কমিয়ে দেয়। আর স্লিম থাকলে পুরুষের দেহে এর গুণগত মান বৃদ্ধি পায় যা তাদের স্ত্রীদের গর্ভবতী হওয়ার সম্ভাবনাও বাড়িয়ে দেয়। সন্তান নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এমন দম্পতিদের জন্য এক গবেষণায় এই দিক নিদের্শনা দিয়েছে কানাডার শেরব্রুক ইউনিভার্সিটির একদল গবেষক। সম্প্রতি ইন্দোক্রিন সোসাইটির বার্ষিক সভায় এই তথ্য তুলে ধরেছেন ওই গবেষক দলের সদস্যরা।
গবেষকরা বলছেন, সন্তান উৎপাদনের জন্য টেস্টটিউব পদ্ধতির (আইভিএফ) বিকল্প হিসেবে এ পদ্ধতি পুরুষের ক্ষেত্রে সন্তান উৎপাদনে বেশ সহায়ক যা 'বাস্তব সম্ভাবনার' দ্বার উন্মুক্ত করতে পারে। সভায় বিশেষজ্ঞরা যেসব নারী সন্তান ধারণের চেষ্টা করে যাচ্ছেন তাদেরকেও ওজন কমানোর পরামর্শ দেন। এছাড়া পুরুষের বন্ধ্যাত্বের পেছনেও স্থূলতাকেই দায়ী করা হয়।
গবেষকরা আরো বলেছেন, স্লিম পুরুষদের সহায়তা ও স্লিম থাকার ফলে তাদের স্ত্রীদের গর্ভধারণের সম্ভাবনা কতটুকু তা যাচাই করতে এ গবেষণা চালানো হয়েছে।
গবেষণার জন্য ৬৫ দম্পতিকে প্রজনন ক্লিনিকে পাঠানো হয়। পুরুষরা সেখানে এক বছর ধরে তাদের পুষ্টি ও শারীরিক কর্মক্ষমতার ওপর সাপ্তাহিক গ্রুপ সেশনে অংশ নেন। এতে দেখা যায়, যারা বেশি স্লিম তাদের স্ত্রীরা অন্তঃসত্ত্বা হয়েছেন। এই ফলাফলে বিস্মিত হন গবেষক দলটি।
গবেষক দলের একজন হচ্ছেন ডাক্তার জিন প্যাট্রিক বেলারজিওন। তিনি বলেন, 'যেসব পুরুষের সঙ্গীরা স্থুল তাদের ক্ষেত্রে সন্তান ধারণের সম্ভাবনা কমে যায়। স্থূলতা পুরুষের শুক্রাণু ও তার মানের ওপরও সরাসরি প্রভাব ফেলে বলে মনে করেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ ২০১৫/শরীফ