কাজের চাপে, সংসারের নানা ব্যস্ততায় পার্লারে যাওয়ার সময় বের করে নেয়াটা অনেকের জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু তাই বলে কি থেমে থাকবে চুলের পরিচর্যা। ঘরে বসেই হতে পারে হট অয়েল ম্যাসেজ ট্রিটমেন্ট। আপনার জন্য জানাচ্ছি চুল পড়া রোধ করতে তিন ধরনের হট অয়েল ম্যাসাজ ট্রিটমেন্ট সম্পর্কে।
- জলপাই, নারিকেল তেল, কেনোলা তেল (বীজ জাতীয় উপাদান দিয়ে তৈরি) হালকা গরম করে নিন। এরপর তেলের সঙ্গে হালকা পানি মিশিয়ে তালুতে ধীরে ধীরে ম্যাসাজ করুন।
- তেল ও ক্যাস্টর অয়েল একসঙ্গে হালকা গরম করে নিন। ঠাণ্ডা হয়ে গেলে তাতে ভিটামিন-ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে চুলে লাগান। ধীরে ধীরে ম্যাসাজ করুন।
- জলপাই তেল, ১০ ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে হালকা গরম করে এর মধ্যে দুটি ভিটামিন ‘ই’ ক্যাপসুল মিশিয়ে তা চুলে দিন। আঙ্গুলের ডগা দিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করুন।
উপরের যে কোনো একটি বেছে নিয়ে মাথায় ম্যাসাজ করে ২ থেকে ৩ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলবেন। ইচ্ছা হলে হট টাওয়েল ট্রিটমেন্ট ও করতে পারেন। এতে চুল ঝরঝরে হবে।
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ, ২০১৫/ রশিদা