চামড়ার পণ্য ঝকঝকে ও সুন্দর রাখতে বাজারে নানা কেমিকেলযুক্ত পরিস্কারক পাওয়া যায়। এগুলো ব্যবহারে চামড়ার পণ্য সুন্দর হয়ে উঠলেও এসব কেমিকেল অনেকক্ষেত্রেই চামড়ার স্থায়ীত্বের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাই চামড়াজাত পণ্য পরিষ্কার করতে কেমিকেলযুক্ত ক্লিনজার এড়িয়ে ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করলে দীর্ঘদিন তা ভালো থাকবে।
দাগ তুলতে করণীয়: খানিকটা বেকিং পাউডারের সঙ্গে অল্প লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে তা চামড়ার জিনিসের দাগের উপর সরাসরি ব্যবহার করলে ভালো কাজ দেবে। দাগের উপর পেস্টটি হালকাভাবে ঘষে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর একটি কাপড় সাবান পানিতে ভিজিয়ে তা দিয়ে আলতো করে মুছে ফেলুন। স্যাঁতস্যাঁতে আবহাওয়া বা ভিজে যাওয়ার কারণে চামড়ার তৈরি জিনিসে ছত্রাক জমে যেতে পারে। তাই একটি শুকনা তোয়ালে বা কাপড় দিয়ে ভালোভাবে মুছে ফেলতে হবে। এরপর খানিকটা চক পাউডার ছড়িয়ে দিলে ভেজাভাব শুষে নেবে।
খারযুক্ত ক্লিনজার এড়িয়ে চলা: চামড়ার তৈরি যেকোনো পণ্য ব্যবহার ও পরিষ্কার করতে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হয়। তাই খার ও অ্যালকোহলযুক্ত ক্লিনজার এড়িয়ে চলা দরকার। চামড়ার তৈরি জিনিস পরিষ্কারের ক্ষেত্রে ব্লিচ, অ্যামাইনো অ্যাসিডযুক্ত ক্লিনজার এড়িয়ে চলতে হবে।
চামড়ার ছত্রাক দূর করতে: অনেক সময় স্যাঁতস্যাঁতে আবহাওয়া বা ভিজে যাওয়ার কারণে চামড়ার তৈরি জিনিসে ছত্রাক জমে যেতে পারে। এমন হলে গরম একটি ঘরে রেখে চামড়ার জিনিসটি পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এরপর বেবি শ্যাম্পু বা এমন হালকা কোনো ক্লিনজার দিয়ে পরিষ্কার করে আবার ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই সমস্যা এড়াতে ব্যাগ বা চামড়ার তৈরি অন্যান্য জিনিস অন্তত দু'সপ্তাহে একবার বের করে বাতাসে রাখতে হবে।
ভিনিগার: চামড়ার জিনিস পরিষ্কার করা এবং নতুন রাখতে সবচেয়ে কার্যকর জিনিস ভিনিগার। সমান পরিমাণে পানি ও ভিনিগার মিশিয়ে একটি তোয়ালে ভিজিয়ে সেটা দিয়ে চামড়ার উপরে মুছে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তবে চামড়ার জিনিস শুকাতে কখনও কৃত্রিম তাপ ব্যবহার করা ঠিক নয়।
অলিভ অয়েল: চামড়ার তৈরি ব্যাগ আর জ্যাকেট দীর্ঘদিন সুন্দর রাখতে দারুণ উপকারি অলিভ অয়েল। নরম কাপড়ে অলিভ অয়েল নিয়ে চামড়ার তৈরি জুতা, জ্যাকেট বা ব্যাগ মুছে নিলেই তা আবার চকচকে হয়ে যাবে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৫/এস আহমেদ