রাতের বেলা টয়লেট ব্যবহার করতে গিয়ে হয়তো অনেকেরই তিক্ত অভিজ্ঞতা রয়েছে। টয়লেটে অবস্থানকালীন বিদ্যুৎ চলে যাওয়া, পিছলে পড়ে যাওয়া বা এ ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা বা ঘটনার মুখোমুখি হওয়া ইত্যাদি। কেউ কেউ তো আবার রাত্রিকালে টয়লেটে যেতেই ভয় পান। এসব সমস্যার সমাধান দিতে এবং টয়লেটকে আরো বেশি আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে এক ধরনের লাইট আবিস্কৃত হয়েছে। লাইটটির নাম 'ইলুমিবাউল' যা গতি চালিত। অর্থাৎ এই লাইট হাত দিয়ে অন-অফ করতে হবে না। টয়লেটে কারো উপস্থিতি টের পেলেই স্বয়ংক্রিয়ভাবেই এটি অন-অফ হবে।
কোন ধরনের টয়লেটে ব্যবহার করা যাবে : 'ইলুমিবাউল লাইট' সব ধরনের টয়লেটে ব্যবহার করা যাবে। যে কেউ সহজেই তার টয়লেটের সঙ্গে লাইটটি সংযুক্ত করে নিতে পারবে।
কিভাবে কাজ করবে : স্রেফ এ ধরনের একটি লাইট টয়লেটের কমোডের [বাউল] সঙ্গে যুক্ত করে নিতে হবে। তারপর আর কিছুই করা লাগবে না। যেহেতু এটি গতিচালিত তাই কেউ টয়লেটের মধ্যে ঢুকলে বা এর মধ্য থেকে বের হলেই এটি অন বা অফ হবে।
কালার সেটিংস : ব্যবহারকারীরা ইলুমিবাউল লাইটে নানা রং সেট করে নিতে পারবে। এতে টয়লেটে কয়েক সেকেন্ড পর পর নতুন নতুন রং দৃশ্যমান হবে। আবার কোনো একটি নির্দিষ্ট রংও স্থির করে নেয়া যাবে।
এদিকে, ইলুমিবাউল লাইটের দাম কত পড়বে তা অবশ্য জানা যায়নি। সূত্র : বিজনেস ইনসাইডার
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ