উপকরণ:
- আম কিউব করে কাটা ১ কাপ
- আনার দানা ১ কাপ
- লটকন ১ কাপ
-আনারস স্লাইস করে কাটা আধা কাপের কম
- পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ
- বিট লবণ পরিমাণমতো
- কাঁচামরিচ কুচি আধা চা চামচ
- সাদা গোলমরিচগুঁড়া সামান্য
প্রণালী:
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। হয়ে গেল মজাদার ফ্রুট সালাদ।
বিডি-প্রতিদিন/ ১৪ জুন, ২০১৬/ আফরোজ