তেলাপোকা, পিঁপড়া, ইঁদুরের উৎপাতে কখনো কখনো ঘরে টেকা মুশকিল হয়ে পড়ে। এসব প্রাণীর হাত থেকে মুক্তি পেতে সাধারণত আমরা স্প্রে ব্যবহার করে থাকি যা শরীরের জন্য ক্ষতিকর। তাই প্রাকৃতিক উপায়ে পোকামাকড় তাড়ানোই ভালো। এক্ষেত্রে পুদিনা পাতার সাহায্য নেয়া যেতে পারেন। জেনে নিন কীভাবে পুদিনা পাতার সাহায্যে পোকামকড় তাড়াবেন।
এক কাপ কচি পুদিনা পাতা নিন। কয়েক কাপ পারি গরম করে তাতে পুদিনা পাতা ছেড়ে দিন। কয়েক মিনিট ধরে ফুটিয়ে নিন। পানি ঠাণ্ডা করে পাতাগুলো ফেলে দিন। এবার পানিটুকু একটা স্প্রে বোতলে ভরে নিন। তারপর ঘরের দরজা-জানালায় ভাল করে স্প্রে করে দিন সেই পানি। সপ্তাহে দুইবার এভাবে পুদিনা পাতার পানি স্প্রে করুন। দেখবেন পোকামাকড়, ইঁদুরের উৎপাত কমে গেছে।
পুদিনা পাতায় একধরনের ঘ্রাণ থাকে যা কীটপতঙ্গ বা ইঁদুরের মতো প্রাণী সহ্য করতে পারে না। ঘরের দরজা-জানলায় পুদিনা পাতার পানি ছিটিয়ে দিলে যে কেবল বাড়ি কীটপতঙ্গ থেকে মুক্ত হবে তা নয়, পাশাপাশি পুদিনার মিষ্টি ঘ্রাণে চারপাশ সতেজও থাকবে।
বিডি-প্রতিদিন/ ১৮ জুলাই, ২০১৬/ আফরোজ