ক্যান্সার মরণব্যাধী। আতঙ্কের বিষয় হলো বংশানুক্রমিকভাবেও আপনি কোলন ক্যান্সারের শিকার হতে পারেন। নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে জিনের মাধ্যেমেও নাকি পরিবারের এক সদস্য থেকে অপর সদস্যের দেহে চলে যেতে পারে এই ক্যান্সারের জীবাণু।
এক গবেষণার পর বৈজ্ঞানিরা জানিয়েছেন, কোলন ক্যানসার সৃষ্টিকারী এমএসএইচ-৩ ভাইরাস জিনের মাধ্যমেই এক দেহ থেকে অপর দেহে যায়।
মানব দেহের কোলনে ব্যাঙের ছাতার মতো কিছু পলিপ তৈরি হয়। আর এই পলিপগুলো সময় মতো চিকিত্সা না করানোর ফলেই দেখা দিতে পারে কোলন ক্যান্সার। চিকিত্সকরা দাবি, কোলন ক্যান্সার প্রথম দিকে সেভাবে বোঝা যায় না। আর তার ফলেই প্রথম ধাপে চিকিত্সা করানোও সম্ভব হয় না। আর এতেই দেখা দেয় সমস্যা।
সূত্র: জি নিউজ
বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৬/মাহবুব