বাংলাদেশ আর পাকিস্তান হবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেছেন, ‘বাংলাদেশ, বাংলাদেশই থাকবে। যারা পাকিস্তানকে ভালোবাসে তাদেরকে বলছি বাংলাদেশ আর পাকিস্তান হবে না।’
আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের ভুরাখালী গ্রামের নলুয়ার হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াত দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে, খুন-খারাপি করে দেশের জন্য বদনাম ঢেকে এনেছে। এদের কাছ থেকে দূরে থাকতে হবে। তারা স্বাধীনতাবিরোধী। এরা স্বাধীন বাংলাদেশ চায় না।’
উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল আলম মাসুম এবং বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
বিডি-প্রতিদিন/শফিক