প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্গে চীনের উয়াইচ্যাংয়ে আটকে পড়া ১৫০ জন বাংলাদেশি ছাত্রকে বিকল্প ব্যবস্থায় দেশে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। শনিবার রাতে নিজের ফেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
ফেসবুকে শাহরিয়ার আলম লেখেন, Yichang এর ছাত্রদের সাথে আমার কথা হয়েছে, সেখানে প্রায় ১৫০ জন রয়েছে। জায়গাটা উহান থেকে দূরে কিন্তু রেডজোনের মধ্যে। তাদের জন্য বিকল্প ব্যবস্থার চেষ্টা করছি আমরা।
''Sandong বেইজিং এর কাছে হওয়াতে আমরা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করিয়ে দিয়েছি। অনেকে নিজেদের আয়োজনে ফেরা শুরু করেছেন। বিভিন্ন এয়ারলাইন্সের সার্ভিস কমে যাওয়াতে বুকিং পেতে সময় লাগছে। ইনশাআল্লাহ আমরা সবাইকেই নিরাপদে রাখবো।''
এদিকে, উহানে আটকে পড়া বাংলাদেশিদের দেশের ফেরার পর কিছু নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, উহান থেকে যারা ফিরবেন তাদের আত্মীয়-স্বজনের কাছে বিনীত অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল নির্দেশনা মেনে চলার জন্য এবং তাদের সাথে দেখা না করার জন্য। আমাদের মন্ত্রণালয় এবং দপ্তরগুলো দক্ষতার সাথে দ্রুততম সময়ের মধ্যে এই আয়োজনগুলো করেছেন, তাদের উপর বাড়তি চাপ দেবেন না এবং আপনাদের পরিবারের সদস্যদের উপর মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করবেন না। সরকার প্রয়োজনীয় কয়েকদিন তাদের সার্বিক সেবা প্রদান করবে।
''সাংবাদিক ভাই-বোনদেরও অনুরোধ করবো কোয়ারেন্টাইন এলাকায় সংবাদ সংগ্রহের নামে ভিড় না করার জন্য। বিশ্বস্বাস্থ্য সংস্থা পৃথিবীর ব্যাপী সতর্কতা জারি করেছে। আমাদের সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা নিরাপদে থাকি, সকলকে নিরাপদে থাকতে সহযোগিতা করি।''
বিডি-প্রতিদিন/মাহবুব