ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও উপজেলা পরিষদ মিলনায়তন ভবনের উদ্বোধন করেছেন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
শনিবার বিকাল ৫টার দিকে ফলক উন্মোচন করে ভবন দু'টির উদ্বোধন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ আমরা এসব ভবন পেয়েছি।
তিনি বলেন, ফুলপুরে কয়েকটি স্কুল, কলেজ সরকারিকরণ করা হয়েছে। যা বিগত দিনে অন্য কোনো সরকার করেনি। এছাড়া বক্তব্যে তিনি রাস্তাঘাট পাকাকরণ ও ব্রিজ কালভার্ট নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ওসি ইমারত হোসেন গাজী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ কুতুব চৌধুরী, জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, সাবেক মেয়র শাহজাহান, উপজেলা যুবলীগের সভাপতি শশধর সেন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভুঁইয়া।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন