কুমিল্লার লাকসামে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে যুবলীগ নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতের ন্যায় আগামী দিনেও সুশৃঙ্খল রাজনীতির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে।
উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য মনিরুল ইসলাম রতন, মোশারফ হোসেন মজুমদার, মনির হোসেন, মোহাম্মদ উল্লাহ, গোলাম কিবরিয়া সুমন, ওমর ফারুক, মাহবুব মোর্শেদ ফারুক, আব্দুল কাদের, সাজেদুল ইসলাম সজল, কাজী নাসির উদ্দিন রাশেদ, মাসুদ পারভেজ রনি, গিয়াস উদ্দিন টিটু, নিমাই সাহা, মহিন উদ্দিন, আবু ইউসুফ, আমিনুল ইসলাম, পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নূরে আলম সোহাগ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল কাদের শাহীন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মানিক, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এমআর মানিক, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জুয়েল রানা সবুজ, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ লিটন, সাধারণ সম্পাদক শাহজালাল, পৌরসভা ৩নং ওয়ার্ড সভাপতি এম আর মানিক আজগরা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক শাহজালাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, নুরুন্নবী রতন, উত্তরদা ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল আলম মিয়াজী, লাকসাম পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বারেক, সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
সভায় আলোচনা শেষে কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ