মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লার লাকসাম পৌরসভার পঞ্চম পরিষদ কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমের ভিডিও ডকুমেন্টারি ও উন্নয়ন পরিক্রমা বইয়ের মোড়ক উন্মোচন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ শুক্রবার বিকেলে পৌর পরিষদ প্রাঙ্গনে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে ডকুমেন্টারি ও উন্নয়ন পরিক্রমা বইয়ের মোড়ক উন্মোচন করেন।
পৌর মেয়র অধ্যাপক মো. আবুল খায়েরের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুছ ভূঁইয়া, কুমিল্লা জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, পৌরসভার প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আকতার হোসেন, পৌর সচিব আলাউদ্দিনসহ পৌর কাউন্সিলর ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে মন্ত্রী লাকসাম রেলওয়ে জংশন চত্বরে বঙ্গবন্ধু ও চার নেতার ম্যুরাল উদ্বোধন করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ