পুরো বাংলাদেশে ৫০০টি ত্রাণ গুদাম তৈরি করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেছেন, ‘সারাদেশের ৫০০ উপজেলায় ৫০০ ত্রাণ গুদাম তৈরি করা হবে। এর ফলে যে কোনো দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি পাবে। তাৎক্ষণিকভাবে যে কোনো দুর্যোগে দ্রুত ত্রাণ পৌঁছানো সম্ভব হবে।’
বুধবার (৯ ডিসেম্বর) রাজধানীতে ‘ইমার্জেন্সি অপারেশনাল ড্যাশবোর্ড’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক আতিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন এবং ডব্লিউএফপি’র প্রতিনিধি রিচার্ড রাগান।
প্রতিমন্ত্রী বলেন, ‘এ অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে যে কোনো দুর্যোগ পূর্ববর্তী অবস্থার প্রস্তুতির যেমন সার্বিক চিত্র পাওয়া যাবে তেমনই দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে জরুরি ত্রাণ ও অন্যান্য সেবা সম্পর্কিত কাজও সম্পাদন করা সম্ভব হবে। যে কোনো আসন্ন দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা ও পরিকল্পনা করতে এবং ঠিক সময়মতো জরুরি ত্রাণ সেবা কার্যকর ও নিশ্চিত করতে এ অ্যাপটি সহায়ক হবে। এ অনলাইন ড্যাশবোর্ডের জন্য দেশের ইউনিয়ন ও উপজেলা থেকে তথ্য সংগ্রহ করা হবে। তথ্যগুলো উপস্থাপন করা হবে মূলত ম্যাপ, গ্রাফ এবং সারণি আকারে।’
তিনি আরও বলেন, ‘এ ডাটাবেজে ভৌগলিক অবস্থান অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলের দুর্যোগ সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে। এসব তথ্যের মধ্যে আছে কোনো নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যা, দুর্যোগকবলিত জনগোষ্ঠী, দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ, ত্রাণ চাহিদা ও বরাদ্দ, ত্রাণ বিতরণ ও মজুদ, এসব কাজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, ক্ষতিগ্রস্তদের খুঁজে বের করা ও উদ্ধার, জরুরি পরিবহন এবং আশ্রয়কেন্দ্র সংক্রান্ত বিষয়।’
এ ছাড়া বিগত বছরগুলোতে ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, জলোচ্ছ্বাস, সাইক্লোন, ভূমিধস ইত্যাদির পাশাপাশি মানবসৃষ্ট বিভিন্ন দুর্যোগ যেমন অগ্নিকাণ্ড ও অগ্নিসংযোগ, ভবনধস এবং শিল্প-কারখানার ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড সংক্রান্ত সব তথ্য অ্যাপের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ