মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার হুঙ্কার দিচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল বুধবার সন্ধ্যায় তিনি এই কথা বলেন।
এ সময়ে মুক্তিযুদ্ধমন্ত্রী তিনি বলেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, তখন একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকি দিচ্ছে। এই গোষ্ঠী বাংলাদেশের এগিয়ে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছে না। তাই তারা ধর্মের দোহাই দিয়ে ভাস্কর্য ইস্যুতে দেশে অশান্তি করার চেষ্টা করা হচ্ছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, মুসলিম বিশ্বের ১৯টি রাষ্ট্রের মধ্যে ১৮টি রাষ্ট্রে ভাস্কর্য আছে। অথচ সেখানে কোনো সমস্যা হচ্ছে না। মূলত ভাস্কর্য বিরোধীরা মানুষের অধিকারের কথা বললে ধর্মকে পতিপক্ষ হিসেবে দাঁড় করায়।
বিজয় দিবসের আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে ও ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান।
বিডি প্রতিদিন/আবু জাফর