তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, জিয়াউর রহমান সামরিক শাসনের অধীনে বিএনপি গড়ে তুলেছিলেন। তাই যে দলের জন্ম ক্যান্টনমেন্টে, যাদের রাজনীতি মানুষ পোড়ানোর, তাদের দল রাজনৈতিক দল হতে পারে না বরং এটি সামরিক দল।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘মহান বিজয় দিবস-২০২০ ও চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নামে বিশৃঙ্খলা, অপরাজনীতি, নৈরাজ্য করার কোনো সুযোগ নেই। ধর্মের নামে অপরাজনীতি করা দলগুলোতে বিভ্রান্ত না হয়ে তাদের নির্মূল করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত অপকর্মের নীল নকশা তৈরি করছে। সাম্প্রদায়িকতা ছড়িয়ে ভাস্কর্য ভাঙছে। আওয়ামী লীগ সরকার অতীতেও অপরাজনীতি থেকে দেশকে রক্ষায় বদ্ধপরিকর ছিল এবং এখনও বদ্ধপরিকর।
বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। এসময় সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর