বিএনপিতে থাকা মুক্তিযোদ্ধাদের দল ছেড়ে বেরিয়ে আসার আহবান জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। তিনি বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ একজন খেতাবধারী বীর মুক্তিযোদ্ধা। সত্য বলার অপরাধে তাকে শোকজ করা হয়েছে। হাফিজ সাহেব নিজেই অভিযোগ করেছেন, বিএনপিতে মুক্তিযোদ্ধাদের কোনঠাসা করতে একটি মহল সক্রিয়। বিএনপিতে থাকা সকল মুক্তিযোদ্ধাকে বলতে চাই, যারা স্বাধীনতাবিরোধী জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে নিজ দলের মুক্তিযোদ্ধাদের অপমান-অপদস্থ করছে সে দলে থাকার দরকার নাই। কারণ মুক্তিযোদ্ধারা আমাদের দেশের গর্বিত ও জাতির শ্রেষ্ঠ সন্তান। কাজেই এই শ্রেষ্ঠ সন্তানদের যারা মূল্যায়ন করতে পারে না, তাদের সেখানে থাকার দরকার নাই বলে দেশবাসী মনে করে। আপনারা স্বাধীনতা পক্ষের হাতকে শক্তিশালী করুন।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুর রাজ্জাক ও চট্টগ্রাম সিটির সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভায় তিনি এ আহবান জানান।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে ও জোটের সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুণ সরকার রানা সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এ সময় এবিএম মহিউদ্দিনের ছেলে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আবদুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক এমপি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, সাংবাদিক সমীরণ রায় প্রমুখ সভায় বক্তব্য রাখেন।
এনামুল হক শামীম বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি এখন জনবিচ্ছিন্ন। তাদের নেতৃত্ব বহুধাবিভক্ত। বিএনপি এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সঙ্গে গোপন সখ্য রাখায় বিএনপি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাই তারা এখন দলের ভেতরে থাকা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অপমান-অপদস্থ করছে।
বিডি প্রতিদিন/আল আমীন