পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহহীনদের ঘর প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সরকারের পাশাপাশি আমার মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ১৩টি গৃহহীন পরিবারকে ঘর প্রদান করছি। এছাড়াও সরকারি বরাদ্দের তালিকাভুক্তদেরও মুজিববর্ষেই ঘর প্রদান করা হবে। বাংলাদেশে আর কেউ গৃহহীন থাকবে না।
আজ বুধবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের পাইককান্দি গ্রামে গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল হাশেম মিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক (আশ্রয়ন) মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. জহিরুল ইসলাম, শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার প্রমুখ।
পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে সখিপুর থানায় ১৩ জন গৃহহীন ও ভেদরগঞ্জ উপজেলায় সরকারের আশ্রয়ন প্রকল্পের আওয়তায় ৩৬০টি গৃহহীন পরিবারকে তালিকাভুক্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা