ভারত থেকে বাংলাদেশ যথাসময়ে ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত জানিয়েছে বাংলাদেশ যথাসময়ে ভ্যাকসিন পাবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অপরদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে ভারত থেকে ভ্যাকসিন পাওয়ার আশা করতেই পারি। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এদিকে বাংলাদেশের সঙ্গে করোনা ভ্যাকসিন নিয়ে চুক্তি ভারতের নিষেধাজ্ঞার আয়তায় পড়বে না বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। আজ ভারতের ডেপুটি হাইকমিশনারের বরাত দিয়ে তিনি এ তথ্য জানান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ