অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, মিয়ানমারে সরকার পরিবর্তনের কারণে দেশটি থেকে এক লাখ টন চাল আমদানির প্রস্তাব স্থগিত করা হয়েছে। আজ বুধবার বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। তাদের এখন চাল রপ্তানির আগ্রহ আছে কিনা বা আমরাও এ পরিস্থিতিতে কীভাবে আমদানি করবো, এসব বিষয় বিবেচনা করে চাল আমদানি নিয়ে পরে সিদ্ধান্ত হবে।
মুস্তফা কামাল বলেন, জরুরিভাবে মিয়ানমার থেকে আমাদের অনেক সময় আমদানি করতে হয়। এর আগেও আমরা মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করেছি। কিন্তু, সম্প্রতি দেশটির ক্ষমতার পরিবর্তন হওয়ায় আপাতত আমরা আমদানি স্থগিত করেছি।
বিডি-প্রতিদিন/শফিক