পরিকল্পনামন্ত্রী এম এ মন্নান বলেছেন, অসুস্থ খালেদা জিয়ার প্রতি আমাদের সমবেদনা আছে। আমরা তাঁকে সম্মান করি। কিন্তু চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিয়ে যাওয়া না যাওয়া বিচারাধীন বিষয়, যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত। তাঁর মাথার উপর কিছু আইনি বিষয় খাড়া। তাই এটি শেখ হাসিনার নিয়ন্ত্রের বাইরে। তাঁকে যেটুকু সুযোগ সুবিধা দেওয়া দরকার সেটা প্রধানমন্ত্রী আগেই দিয়ে দিয়েছেন। কিন্তু দণ্ড মওকুফ করা নির্বাহী প্রধানের আওতাভুক্ত নয়।
বৃহস্পতিবার বেলা ২ টায় সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের নবনির্মিত নূরুল হক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া প্রসঙ্গে এ কথা বলেন।
স্থানীয় ব্যবসায়ী জিয়াউল হক ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে তাঁর পিতার নামে এ ভবন নির্মাণ করে দিয়েছেন।
উদ্বোধন উপলক্ষ্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপত্বি অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, অধ্যক্ষ শেরগুল আহমেদ, ব্যবসায়ী জিয়াউল হক প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন