সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের নুরুল হক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, সম্প্রতি একজন প্রতিমন্ত্রী অন্যায় করেছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। ইন্টারনেট ব্যবহারকারীরা তার সমালোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালক্ষেপণ না করে ব্যবস্থা নিয়েছেন।
তবে কিছু পদক্ষেপ আছে সরকার প্রধান চাইলেও নিতে পারবেন না। এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী চাইলেও ডা. মুরাদকে জাতীয় সংসদ সদস্যপদ থেকে বাদ দিতে পারবেন না। কারণ, ওই সাংসদ জনগণের ভোটে নির্বাচিত। তাও আবার সেটা আইন অনুযায়ী। তাই আইনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর অবশ্যই সেটা নেয়া হবে। দরকারে আরও কঠিন হতে পারেন প্রধানমন্ত্রী।
বিডি প্রতিদিন/আরাফাত